বাপ্পাদিত্য ঘোষাল হাওড়া:- আমনের পরে এবার বোরো। ফের জল সংকটের মুখে হাওড়া জেলার গ্রামীণ এলাকার তিনটি ব্লকের চাষিরা।
গরমের আবহা সবে আসতে শুরু করেছে, তাতেই খাল-বিল শুকিয়ে গিয়েছে। বোরো চাষ হবে কিভাবে? দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।এখানকায চাষিরা বৃষ্টির জল বাদে চাষের জন্য ডিভিসির ছাড়া জলের উপরেই নির্ভরশীল।
কিন্তু গত বর্ষার মরশুমে পর্যাপ্ত বৃষ্টি হয় নি। ফলে আমন চাষে অনেক চাষিরা জল পান নি। চাষ জমিতে যেখানে মিনি ও ডিপ টিউবওয়েল নেই, সেই সব এলাকার চাষিরা বিপাকে পড়েন।
চাষিরা ভেবেছিলেন আমনের ক্ষতিটা বোরো চাষে পুষিয়ে নেবেন। ডিভিসির জলে বোরো চাষ হয় মূলত হাওড়া জেলার গ্রামীণ এলাকা উদয়নারায়নপুর, আমতা-১ এবং ২ নং ব্লকে।
ডিভিসি যে জল ছাড়ে দামোদর ও মুন্ডেশ্বরীর শাখা খালগুলির মাধ্যমে তা তিন ব্লকের গ্রামে আসে। সেই জলে চাষ হয়। খালগুলি এখন শুকনো।বোরো চাষে জল মিলবে না জেনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।