দুর্গাপুর : আবারো অটোচালকের হাতে শারীরিক নিগ্রহের শিকার কলেজ ছাত্রী প্রতিবাদ করলে অটো থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো দুর্গাপুরে শিল্পী গুহ দুর্গাপুর বেনাচিতি র বাসিন্দা সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ দায়ের।
অন্ডালের খাদরা কলেজের ছাত্রী শিল্পী গতকাল সকালে সাড়ে দশটার সময় দুর্গাপুরের ট্রাঙ্ক রোড থেকে অটো করে সিটি সেন্টার আসছিল অটো ড্রাইভার এর পাশে বসে থাকার কারণে অটো ড্রাইভার বারবার তাকে শারীরিক নিগ্রহ করছিল সে প্রতিবাদ করায় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় অটো থেকে তার পার্স অটো থেকে যায় তাতে নগদ টাকাসহ আধার কার্ড এবং আরো জরুরি ডকুমেন্ট ছিল গুরুতর আহত হয়েছে হাটুতে মাথায় এবং কাঁধে চোট পায় আজ সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়।
অটোর পিছনে বসে থাকা আরও দুই মহিলা এবং একজন পুরুষ যাত্রী থাকলেও কেউ কোন প্রতিবাদ জানায়নি তাকে ফেলে দেওয়ার পরে অটো ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে যায় অটো চালকের শাস্তি দাবি জানিয়েছে ছাত্রী।