অর্ণব মৈত্রঃ এসড্ সম্পর্কে সাধারন মানুষের সচেতন করতে এডস্ দিসব উপলক্ষে আজ ভাঙড় মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা একটি পদযাত্রার আয়জন করে।
১ লা ডিসেম্বর বিশ্ব এডস্ দিসব। সেই দিন কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার কম হওয়ায়। ও দিন এসড্ দিসব পালন না করতে না পারলেও আজ ভাঙড় মহাবিদ্যালয়ে সমস্ত ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা পদ যাত্রার আয়জন করেন।
পদ যাত্রার মাধ্যে দিয়ে বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে এডস্ সম্পর্ক সচেতন করে। এদিন কলেজ মাঠ থেকে পদ যাত্রা শুরু করে দরগা হয়ে আবার কলেজে ফিরে আসে সবাই। এডস্ সম্পর্ক বিভিন্ন সচেতনতা মূলক ফ্লেক্স ও ফেস্টুন নিয়ে এদিন এই পদ যাত্রা করে ছাত্র ছাত্রীরা।