নিজস্ব প্রতিনিধি : আচার চুরির বদনাম দিয়ে কিশোরীকে বেধরক মারধরের অভিযোগ। আক্রান্ত মছলন্দুপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া সিংকে ভর্তি করা হয়েছে হাবড়া হাসপাতালে। কিল চড় ঘুষির পাশাপাশি মাটিতে ফেলে গলায় পা দিয়ে চেপে ধরা হয় বলে অভিযোগ ।
মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে গোবরডাঙা থানার মছলন্দুপুরের নতুনপল্লি এলাকায় । আক্রান্ত ছাত্রীর মা তুলসি সিংহ আমাদের জানান প্রতিবেশী ঝুমা বোস নিজের বাড়ির উঠোনে কুলের আচার শুকোতে দেয় সেই আচার প্রতিবেশী দুই শিশু চুরি করে খায় ।তা নিয়েই সুধুমাত্র সন্দেহের বসেই বছর তেরোর তানিয়াকে গালিগালাজ করে অভিযুক্ত ঝুমা বোস ও তার মেয়ে এবং জামাই।
অভিযোগ চুরির বদনাম দিয়ে ঝুমা বোস ও তার মেয়ে মান্তু বোস ও ঝুমার জামাই দেবব্রত দেববর্মন তানিয়াকে বেধরক মারধর করে ও গলায় পা দিয়ে আঘাত করে । এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে প্রথমে বাউগাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ও পরে অবস্থা খারাপ হওয়ায় বুধবার রাতে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয় ।