নিজস্ব প্রতিনিধি :  ইসলামপুর থানায় দুটি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ইসলামপুরের বোরোটে মুশফিক আলম(40) নামে এক ব্যক্তি ইসলামপুর থেকে মশারি এবং অন্যান্য জিনিস নিয়ে বাইকে করে নিজের গ্রাম কুল্লা, মজলিশপুর গ্রাম পঞ্চায়েত আসছিলেন। প্রাইভেট গাড়ির ধাক্কায়  মুশফিক ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে ইসলামপুর থানার রামগঞ্জ বাসস্ট্যান্ডে  সুজালি গ্রাম পঞ্চায়েতের নাওগছ গ্রামের মোহাম্মদ ভটুক(50) নামে এক ব্যক্তিকে একটি গাড়ি ধাক্কা মারে। তাতেই তাঁর মৃত্যু হয়।   বাড়ি নাওগছ, সুজালি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here