নিজস্ব প্রতিনিধি: পথ দূর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সেবক রোড লাগোয়া আইটিআই রোড এলাকায়।
শনিবার রাত একটা নাগাদ রাস্তার পাশে থাকা নর্দমা থেকে ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। এদিন রাতে পথচলতি মানুষ ওই যুবককে বাইক নিয়ে নর্দমার মধ্যে পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নর্দমা থেকে ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসলে যুবককে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।
মৃতদেহের কাছ থেকে কোনো পরিচয় পত্র পায়নি পুলিশ। এখন উদ্ধার হওয়া বাইক থেকেই মৃতের পরিচয় জানার চেস্টা চালাচ্ছে পুলিশ। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।