বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দুর্ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টা নাগাদ।
দুর্ঘটনার জেরে বর্ধমান স্টেশনের ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যহত হয়েছে। ২-৩ এবং ৪ নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করছে না। জানা গিয়েছে ১৫ হাজার ৮০০ গ্যালনের একটি জলের ট্যাঙ্ক ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে রাখা ছিল সেটা হঠাৎ করেই ভেঙে পড়ে।
পরে হাসপাতালে নিয়ে গেলে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হঠাৎ করে বিপুল পরিমাণের জলের ট্যাঙ্ক যাত্রীদের বসার জায়গার উপরে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা জািনয়েছেন ধ্বংসস্তপূরে নীচে বেশ কয়েকজন চাপা পড়ে গিয়েছিলেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। তারপরে জিআরপি এসে হাত লাগায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন সেই জলের ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়নি। সেকারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন তাঁরা। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন তাঁরা। আহত কমপক্ষে ২৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
২০২০ সালে একবার বর্ধমান স্টেশনে রেলওয়ে ঝুল বারান্দা ভেঙে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন। তারপরে নতুন করে সেটি তৈরি করা হয়েছিল। গত কয়েক মাস ধরে বর্ধমান স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। ওভার ব্রিজ নতুন করে তৈরি করা হচ্ছে। এসক্যালেটর বসানো হয়েছে স্টেশনে। কয়েক মাস আগে পর্যন্ত রেল লাইনের সংস্কারও করা হচ্ছিল। তার মধ্যে ফের দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে। প্রশ্ন উঠেছে যাত্রী সুরক্ষা নিয়েও।