বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

ফের লাইনচ্যুত মালগাড়ি। তবে এবার মহারাষ্ট্র। যার জেরে অন্তত ২০ টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। হাওড়া থেকে ছাড়ে এমন বহু দূরপাল্লার ট্রেনের রুটও বদল করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি ট্রেনের গতিপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। যদিও রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রবিবার রাতে একটি মালগাড়ির দু’টি কামরা লাইনচ্যুত হয়। মহারাষ্ট্রের কসারা স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। আর এরপরেই ওই লাইনে কার্যত বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

কসারা থেকে ইগতপুরী ডাউন এবং মিড্‌ল লাইনে ট্রেন চলাচল কার্যত বন্ধ (Indian Railways Diverted Trains) হয়। যদিও বাকি অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে এই ঘটনার পরে একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। যে সমস্ত ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে তার মধ্যে হাওড়া থেকে ছাড়ে এমন বহু ট্রেন রয়েছে।

কোন ট্রেনগুলি ঘোরানো হচ্ছে
ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিরোজ়পুর পঞ্জাব মেল এক্সপ্রেস, নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই নান্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, পাটলীপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, চারটি গোরখপুর এক্সপ্রেস ঘুরপথে চালানো হচ্ছে।
অন্যদিকে হাওড়া-মুম্বই (নাগপুর দিয়ে) এক্সপ্রেস, হাওড়া-মুম্বই মেল এক্সপ্রেস গয়া থেকে ঘুরানো হবে। মুম্বই-শালিমার এক্সপ্রেস, হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের গতিপথ পরিবর্তিত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

সংক্ষিপ্ত করা হয়েছে রুট
ফলে অস্বাভাবিক দেরিতে চলছে একাধিক ট্রেন। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছবে ট্রেনগুলি। এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে বেশ কয়েকটি ট্রেনের রুট ছোট করা হয়েছে। যেমন ট্রেন নম্বর ১২২৬২ হাওড়া-দুরন্ত এক্সপ্রেস, ১১৪০১ আদিলাবাদ-নন্দীগ্রাম এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস এবং মনমাড়-মুম্বই পঞ্চবটী এক্সপ্রেসের রুট ছোট করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই ট্রেনগুলি আটকে পড়ে বলে খবর।

অন্যদিকে কীভাবে ট্রেন দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে রেলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *