সৌগত মন্ডল, (বোলপুর-বীরভূম): এদিন হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের ২ টি এ.সি কামরা বিকল হয়ে পড়ে হাওড়া স্টেশন থেকে । ওই কামরা দুটির যাত্রীরা রেল কর্তৃপক্ষকে বারবার বলার সত্ত্বেও কোনো সুফল হয়নি। রেলের যাত্রীরা জানান, রেল কর্তৃপক্ষ বলে, পরের স্টেশনে দেখছি। এই বলে বোলপুর পর্যন্ত আনে। বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে যাত্রীরা রেল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু করে ন। রেল কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের বচসা বেধে।