সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বীব়ভূমের শেষ সীমান্তে বিষ্ণুপুর গ্রামে ১৩৬২ সালে মুর্শিদাবাদের কাশিমবাজারের রাজা মনীন্দ্র চন্দ্র নন্দী ৬ ফাল্গুন মা অভয়া কালীর মন্দিরের প্রতিষ্ঠিা করেছিলেন।
তারপর এই পূজো এবং মেলা হয়ে আসছে । ২ দিন ধরে চলে হরিনাম-সংকীর্ত্তন ও মেলা। দ্বিতীয় দিন দুপুরে কীর্তন শেষ হবার পর, মহাপ্রসাদ বিতরণ করা হয়। পূজো কমিটির সদস্য নন্দদুলাল মহাশয় জানান, ” এবছর আমরা ২৫ হাজারেরও ভক্তের প্রসাদের আয়োজন করেছি ।
পাশ্ববর্তী গ্রামবাসীরা আমাদের যথেষ্ট সহযোগীতা করেছে। মন্দিরের অনেক উন্নতি হয়েছে, যেমন- মন্দির চত্বরে সোলার লাগান হয়েছে, জলের পাম্প বসানো হয়েছে, শবদেহ রাখার জন্য যথেষ্ট ঘর করা হয়েছে এবং শ্মশানের পাশে রয়েছে দ্বরকা নদী।
সেই দ্বরকা নদীতে নামার জন্য ঘাট বাঁধানোর পরিকল্পনা আছে আমাদের “। মন্দিরের সেবাইত উমাশংকর চক্রবর্তী জানাই, শুধু বীরভূম জেলা থেকে নয়, মুর্শিদাবাদ, বর্ধমান, কলকাতা থেকেও প্রচুর ভক্তের সমাগম হয় মা অভয়া কালীর পুজোতে।