নদীয়া: স্কুল শুরু হওয়ার সময় স্কুলের ছাত্রবাহী একটি ম্যাজিক ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক বেলা সাড়ে দশটা নাগাদ নদীয়ার তেহট্টো থানার অন্তর্গত সাহাপুর পূর্বপাড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, সোমবার স্কুলের সময় সাহাপুর পূর্বপাড়া এলাকায় স্থানীয় সাহাপুর শিশু বিদ্যাপীঠ স্কুলের একটি ছাত্রবাহী ম্যাজিক ভ্যান যখন ছাত্র-ছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলছিল সেই সময় সাহাপুর পূর্বপাড়ার বাসিন্দা দু বছর বয়সী সুমিত বিশ্বাস নামের শিশুটি অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে দৌড়ে ম্যাজিক ভ্যানে ওঠার চেষ্টা করলে রাস্তার পড়ে গিয়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর থেকে ম্যাজিক ভ্যানের চালক পলাতক।
খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক ম্যাজিক ভ্যানের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।