বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:৯ আগস্ট আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বকে। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে প্রতিবাদে নেমেছেন।

 

প্রতিবাদ জানিয়ে বহু পুজো কমিটি সরকারি পুজোর অনুদান ফিরিয়ে দিয়েছে। এবার আরো অভিনবভাবে এক পুজো কমিটির প্রতিবাদ সামনে আসে। তিলোত্তমা বিচার চেয়ে এর আগে সরকারি অনুদান ফিরিয়েছিল মুদিয়ালী আমরা ক’জন পুজো কমিটি। এবার পুজোর চাঁদা তুলতে গিয়ে অভিনব প্রতিবাদে সামিল তারা। চাঁদার বিলে স্ট্যাম্প দেওয়া হচ্ছে। লেখা থাকছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। পুজো কমিটির অধিকর্তাদের বক্তব্য, বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। সেখানে তারা তিলোত্তমার বিচারের দাবি জানাচ্ছে।

পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এভাবেই তাদের বার্তা এলাকার ২/৩ হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। পুজোর আনন্দে আরজি করের তিলোত্তমা যে বিচার পাননি, সেটা মানুষজন ভুলে যাবেন না। অর্থাৎ পুজো তাঁরা পুজো করলেও, তাঁরা চান সাধারণ মানুষ যাতে মানসিকভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে। সেই কারণেই চাঁদার বিলে উই ওয়ান্ট জাস্টিস স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *