বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীপক দাস দক্ষিণ দমদম পুরোসভার একজন সাফাই কর্মী। অন্যান্য দিনের মতো সমস্ত কাজ সেরে তিনি সোমবার সন্ধ্যায় স্নান করতে জান দক্ষিণ দমদম পুরসভার লেবার রুমে।
আর তার ফলেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। বাগুইআটি অর্জুনপুরের বাসিন্দা বছর ৪২ দীপক, প্রতিদিনের মতো এদিনও কাজ সেরে, ২৫ নং ওয়ার্ডের লেবার রুমে এসেছিলেন স্নান করার জন্য। সেই সময়ই অসাবধানতাবশত লেবার রুমের বিদ্যুৎবাহী জি আই তারে তাঁর হাত লেগে যায়, সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। সহকর্মীরা তাকে দ্রুত দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয় নি। সেখানেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পরেছেন তার সহকর্মী ও পরিবারের মানুষ। এই গোটা ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে ওয়ার্ডের লেবার রুমে বিদ্যুৎপৃষ্ট হওয়ার মতন ঘটনা ঘটল সেই নিয়ে উঠছে প্রশ্ন। লেবার রুমের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি, প্রশ্ন উঠছে পুরসভার বিদ্যুৎ বিভাগ নিয়েও। কারণ পুরসভার একটি ঘরের মধ্যে বিপদজনক ভাবে বিদ্যুৎবাহি তার খোলা অবস্থায় রয়ে গিয়েছে, সে বিষয়ে, বিদ্যুৎ বিভাগের কর্মীরা খোঁজ রাখেননি কেন সেই নিয়েও প্রশ্ন উঠছে। লেবার রুমের সামনেই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল করা হয়েছে। স্থানীয়দের প্রশ্ন এই প্যান্ডেল করতে গিয়েও কিন্তু মৃত্যু হতে পারতো অন্য কোনো ব্যক্তির। পুলিশ তদন্ত শুরু করেছে।