বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলতান দাশগুপ্তের গ্রেফতারের প্রতিবাদে DYFI এর পক্ষ থেকে শনিবার রাতেই জলপাইগুড়ি শহরে মিছিল করে থানা ঘেড়াও, কুণালের কথা সত্য হলে সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার নয়, দাবী যুব সংগঠনের।

 

 

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে যখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছে শর্ত নিয়ে দড়ি টানাটানি সেই সময় রাজ্যের অন্যান্য থানার সঙ্গে জলপাইগুড়ি কোতয়ালী থানায় সিপিআইএমের যুব সংগঠন ডি ওয়াই এফ এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সংগঠণের অন্যতম নেতৃত্ব কলতান দাশগুপ্তের গ্রেফতারির বিরূদ্ধে ডাকা থানা ঘেরাও কর্মসূচিকে নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা।
কলতান দাশগুপ্তের গ্রেফতারের খবর ছড়িয়ে পরতেই সিপিএমের জেলা কার্যালয়ে জমায়েত হতে শুরু করে ডি ওয়াই এফ আই কর্মী সমর্থকেরা।
এরপর মিছিল করে কোতয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পরে বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকেরা।
ঘটনা প্রসঙ্গে সংগঠণের রাজ্যে কমিটির সদস্য প্রদীপ দে জানান, চোর কুণাল ঘোষের দাবী করা একটি অডিও রেকর্ডিং কে অবলম্বন করে পুলিশ কলতান দাশগুপ্তকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতার করেছে, কুণাল ঘোষের বক্তব্য যদি এতটাই সঠিক হয়ে থাকে, তাহলে এই কুণাল ঘোষ ই বলেছিলেন সারদা চিট ফান্ড থেকে সব থেকে বেশি লাভবান হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেনো গ্রেফতার হবেন না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *