বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝাড়গ্রামের জামবনীর ডুলুং নদীর জল বইছে কজওয়ের উপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড় ও ঝাড়গ্ৰামের যোগাযোগ। গতকাল থেকে নিম্নচাপের টানা বৃষ্টিতে দু’কূল ভেসে গিয়েছে ডুলুং নদীর।
ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়। তার উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল। আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জামবনী ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তেমনই জামবনীর সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, ১৫ – ২০ টি গ্ৰামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। নিম্নচাপের ফলে গতকাল থেকে জেলা জুড়ে চলছে অতিভারী বৃষ্টি। ফলে একাধিক জায়গায় সুবর্ণরেখা নদী, ডুলুং নদী জল বেড়েছে। তবে এই ভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে তবে নদীর তীরবর্তী গ্রামগুলি জলের তলায় চলে যাবে।