বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল এর নিয়ম অনুযায়ী চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত নদী থেকে বালি পাথর তোলা যাবেনা।
তবে বালি পাথর পাচারকারীরা সেই নির্দেশ অমান্য করে পাচার করছে বালি পাথর। যদিও প্রশাসনের তরফ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি পাথর বোঝাই ট্রাক আটক করে। এবং চালককে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক আটক করে ও চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মহম্মদ হাকিম। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়ে অবৈধভাবে নদী থেকে বালি পাথর তুলছিল,সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয় এবং একটি অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক আটক করা হয়। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।