বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত ৯ আগস্ট থেকে প্রীতিবাদে উত্তাল বাংলা তথা ভারত। শিল্পীরা তাদের নিজেদের প্রতিবাদের ভাষা নিয়ে সামিল হয়েছেন প্রতিবাদে। আরজি কর নিয়ে অরিজিৎ সিং-এর গাওয়া ‘আর কবে’ প্রতিবাদের সুর হয়ে গিয়েছে।
রাত দখলের অনুষ্ঠান হোক বা মিছিল, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট, অরিজিতের গান যেন নতুন প্রাণ দিয়েছে ৩১ বছরের তরুণী ডাক্তারের বিচার চেয়ে চলা আন্দোলনে। আর এবার সকল আন্দোলনকারীকে নতুন উপহার দিলেন গায়িকা ঊষা উত্থুপ। মুক্তি পেল ঊষা উত্থুপের সেই মিউজিক ভিডিয়ো ‘জাগো রে’। শাসক দল কখনোই প্রতিবাদকে মেনে নিতে পারেন না। তারা প্রতিবাদী কন্ঠস্বর চেপে ধরতে চান। এবার অবশ্য সেই সাহস তেমন কেউ দেখায় নি।
‘জাগো রে’ – এই শব্দবন্ধ আসলে ঘুমিয়ে থাকা বাঙালি তথা ভারতবাসীকে সচেতন হওয়ার বার্তা। সুবিচারের দাবিতে তৈরি বিশেষ এই মিউজিক ভিডিয়োর শুরুেই দেখা যাচ্ছে গায়ে সাদা অ্যাপ্রন পরছেন এক ডাক্তার। গলায় স্টেথোস্কোপ। সে রোগী দেখায় ব্যস্ত, এরই মাঝে চারদিক ঢেকে যায় নিকষ কালো আধারে। আর ঠিক তখনই অন্ধকার কাটাতে কিছু হাত এসে হাজির হয় মোমবাতি নিয়ে। সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হয়েছে এই গানের মাধ্যমে। ৯ অগস্ট যখন সামনে আসে গোটা ঘটনা, তখন রীতিমতো কেঁপে উঠেছিল বাংলা। এরপর একের পর এক দুর্নীতির খবর এরপর সামনে আসতে থাকে আরজি কর হাসপাতাল নিয়ে। সেখানকার থ্রেট কালচার, সিন্ডিকেট রাজ সামনে আসতে থাকে। এখানেই শেষ নয়, কীভাবে তরুণী ডাক্তারের মৃত্যুর খবর বিভিন্ন সময় বিভিন্নভাবে (কখনও বলা হয় অসুস্থ, কখনও বলা হয় আত্মহত্যা করেছে) পরিবারের কাছে তুলে ধরা হয়েছিল, সব টানাপোড়েন শুধু বাংলার মানুষকে নয়, গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে।