বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একটা বিষয় CBI এর কাছে স্পষ্ট যে আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছে। তাই পলিগ্রাফের পর এবার সঞ্জয় রাইয়ের নারকো টেস্টের পরিকল্পনা সিবিআইয়ের।

 

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৮ অগাস্ট রাতে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রাই আপাতত জেল হেফাজতে রয়েছে। সঞ্জয় মাঝে মাঝেই বয়ান পরিবর্তন করছে। ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের নারকো টেস্টের পরিকল্পনা সিবিআইয়ের। সেই বিষয়েই শিয়ালদহ আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাদের ধারণা, সঞ্জয় নতুন করে কিছু একটা পরিকল্পনা করেছে।

প্রথমে কলকাতা পুলিশের কাছে সে নিজের দোষ স্বীকার করে ‘ফাঁসি’র শাস্তি চেয়েছিল। কিন্তু তারপর? এমন ভোলা বদল কেন? সিবিআই সূত্রে দাবি, পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের দাবি ঘটনায় জড়িত নন তিনি। এই পরিস্থিতিতে তথ্য যাচাইয়ে নারকো টেস্টের পরিকল্পনা। বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। বুধবারের পর এদিন ফের জেরা। সঞ্জয় রাইকে জেরার পরে সিবিআই টিম সোজা আরজি কর হাসপাতালের এমর্জেন্সি বিল্ডিংয়ে যায়। এদিকে খবর পাওয়া যাচ্ছে, পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে সঞ্জীয়ের বেশ সুসম্পর্ক ছিল। সঞ্জীয়কে জেরা করেই CBI আধিকারিকরা আর জি করে যায়। একাধিক জায়গায় পরিদর্শ করেন। তাদের সন্দেহ ওখানেই লুকিয়ে আছে আসল রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *