বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘অভয়া’কে ধর্ষণ করে খুনের ঘটনার একমাস পার! এখনও পর্যন্ত ঠিক কোন পথে তদন্ত তা স্পষ্ট নয়। এর মধ্যেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। দফায় দফায় জেরা করা হচ্ছে বেশ কয়েকজনকে জুনিয়ার চিকিৎসককে। এমনকি বুধবার সন্ধ্যায় ডিসি নর্থকেও দেখা গিয়েছে সিজিও কমপ্লেক্সে।
এর মধ্যেই ঘটনায় ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের লালরসের নমুনা নিল সিবিআই। বুধবার সিবিআই’য়ের (CBI) একটি প্রেসিডেন্সি জেলে পৌঁছন। সেখানে বন্দি ধৃত ওই সিভিক ভলান্টিয়ার। একাধিক বিষয়ে তাঁকে তদন্তকারীরা জেরা করেন বলে খবর। পাশাপাশি লালারসের নমুনাও সিবিআই আধিকারিকরা তাঁর সংগ্রহ করেন বলে জানা যাচ্ছে (RG Kar Hospital Doctor Death)।
শুধু তাই নয়, সঞ্জয়ের কামড়ের নমুনা বা ‘টিথ ইমপ্রেশন’-ও সিবিআই আধিকারিকরা (RG Kar Hospital Doctor Death) নিয়েছেন। ‘অভয়া’কে নৃশংস ভাবে খুন করা হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই সমস্ত ক্ষতের সঙ্গে ওই কামড়ের নমুনা এবং লালারস সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। আর তা দেখতেই সমস্ত নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে বলে খবর। এই বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদেরও সিবিআই সাহায্য নিচ্ছে বলে খবর।
আরজি কর জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় (RG Kar Hospital Doctor Death) সিবিআই তদন্ত একেবারে শেষ পর্যায়ে। এমনটাই দাবি। এর মধ্যেই সঞ্জয় রায়কে জেরা করতে চেয়ে আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। এরপরেই বুধবার প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়কে জেরা করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে একাধিক প্রশ্নের পাশাপাশি এই ‘টিথ ইমপ্রেশন’-এর নমুনা সংগ্রহ করা হয়।
মূলত একটি নরজ বস্তুতে আসতে আসতে সঞ্জয়কে কামড় দিতে বলেন সিবিআই আধকারিকরা। ওই নরম বস্তুতে ফুটে ওঠে বাইট এবং লেগে যায় লালারস। আর সেটাই সংগ্রহ করে ফরেন্সিক দলের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার কি রিপোর্ট আসে। এর আগে ডিএনএ সহ বেশ কিছু নমুনা কেন্দ্রীয় ফরেন্সিকে পাঠানো হয়। জানা গিয়েছে, ডিএনএ রিপোর্ট ইতিমধ্যেই সিবিআই’য়ের হাতে এসেছে। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে বলে খবর। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর খুজতেই এখন ব্যস্ত তদন্তকারীরা।