বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সারা পৃথিবী কেঁপে উঠছে যে বিষয় নিয়ে সেই বিষয়কে চেপে যাওয়ার জন্য মৃতা চিকিৎসকের পরিবারকে টাকা অফার করেছিলেন পুলিশের এক উচ্চ পদস্ত অফিসার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই অভিযোগের পরে কয়েক মুহুর্ত স্থবির হয়ে যায় সুপ্রিম কোর্ট।
তিলোত্তমার বাবা প্রথমেই অভিযোগ করেছিলেন পুলিশের তরফ থেকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের শুনানিতেই সেই বিষয়টি উত্থাপিত হল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়. বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন।
।এদিন শুনানির শুরুতেই আইনজীবী বিকাশরঞ্জন বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই। নিগৃহীতার পরিবার টাকার অফার করা হয়েছিল। যাতে পরিবার পুলিশের সুরেই কথা বলে। এই বিষয়টিও দেখার প্রয়োজন রয়েছে।” শুনে প্রধান বিচারপতি বলেন, “এবিষয়ে আলাদা করে কোনও স্টেটাস রিপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। এটা এই মামলারই অংশ।” পরবর্তী রিপোর্টে সিবিআই-কে এই বিষয়টিও উল্লেখ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। স্বাভাবিক কারণেই ভয়ে কাঁপতে শুরু করেছে টালা থানার পুলিশ। এখন দেখার আগামী ১৭ তারিখ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।