বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিয়ালদার নব অভ্যুদয় ক্লাবের পরিচালনায় ক্লাবের যুগ্ম সচিব এবং এসসি, এসটি ও ওবিসি সেলের সহ সভাপতি জয়দেব দাসের উদ্যোগে গণেশ পূজো অনুষ্ঠিত হলো।
এই গনেশ পুজোয় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব, এসসি, এস টি, ও ওবিসি সেলের সভাপতি গোপাল চন্দ্র সাহা, পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী দে, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী দেবাশিস ব্যানার্জি, নব অভ্যুদয় ক্লাবের সভাপতি জহরলাল দাস, নব অভ্যুদয় ক্লাবের যুগ্ম সচিব দিলীপ বিশ্বাস, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি অনিন্দ দত্ত, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা দোয়েল দাস সহ আরো অনেকে। সকলের উপস্থিতিতে উৎসব মঞ্চ মুখরিত হয়ে ওঠে।
এই ক্লাব গত ১৪ বছর ধরে গনেশ পুজো করে আসছে। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা আনন্দের সঙ্গে গত ১৪ বছর ধরে এই উৎসব পালন করছেন। তারা যখন এই গনেশ পুজো শুরু করেন, তখন কলকাতায় খুব বেশি গনেশ পুজো প্রচলিত হয় নি। কমিটির পক্ষ থেকে জনৈক সদস্য বলেন, বর্তমানে বাংলার পরিস্থিতি খুবই অশান্ত। তাই তিনি ভগবান গনেশের কাছে প্রার্থনা করেন যেন বাংলায় আবার শান্তি ফিরে আসে। তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায়। এটাই ভগবান গনেশের প্রতি তাদের প্রার্থনা।
বিধায়ক নয়না দাস বলেন, তিনি প্রতি বছর ওই পুজোতে আসেন। ওখানে সকলেই খুবই ভক্তিভরে পুজো করেন। ওই পুজোর প্যান্ডেল ছোট হতে পারে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলেন, এখানে গনেশ পুজো ও কালীপুজোতে অন্তত ৫০০ মানুষকে ভোগ বিতরণ করা হয়। তিনি গনেশ চতুর্থী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।