বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মঙ্গলবার কোনো আজ্ঞাত ছাত্র সমাজের নামে বিজেপির ছাত্র সংগঠনের নবান্ন অভিযান । সেই অভিযানে যাতে কোনো অশান্তি না ছাড়ায় তার জন্য প্রস্তুত পুলিশ।
পুলিশ শুধু হাওড়া ও কলকাতায় নিয়ন্ত্রণ করছে না, মিছিলে আসা বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় থেকে বহু আন্দোলনকারী কলকাতামুখী। একদল ছাত্র এবং বিজেপি কর্মী-সমর্থক সকালে যখন ট্রেন ধরার জন্য পানাগড় স্টেশনে পৌঁছন, তখন ওভারব্রিজে তাঁদের পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । পুলিশের বাধা পেয়ে তখনকার মতো ঘুরে যান তাঁরা। কিছুক্ষণ পর পানাগড় স্টেশনে যখন কোলফিল্ড এক্সপ্রেস ঢোকে, সেই সময় ঘুরপথে কয়েকজন সেই ট্রেনে চেপে বেরিয়ে যান। তবে খবর তাদেরও পরে আটকে দেওয়া হয়। অন্যদিকে একই চিত্র দেখা যায় দুর্গাপুর স্টেশনেও। সেখানে মুম্বই মেলে ওঠার মুখে পুলিশ বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে বিজেপি কর্মী-সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে মুম্বই মেলে চেপে পড়েন। ট্রেন বেরিয়ে যায় হাওড়ার দিকে।
‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ ব্যানারের অধীনে আজকের এই নবান্ন অভিযান। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসে পৌঁছেছেন। তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, কর্মসূচিতে যোগ দেবে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠন, আদিবাসীদের দু’টি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা । সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মেল করে তাদের অভিযানের কথা জানিয়ে দিয়েছে।