বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আরজি কাণ্ড নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাজ্য তথা দেশ। হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বইছে।

একইসঙ্গে দেশের সর্বত্রই চলছে প্রতিবাদ আন্দোলন। কিন্তু বিগত ১৫ দিনে শুধু আরজি কর নয় একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে একাধিক ধর্ষণের ঘটনা। এই পরিপ্রেক্ষিতে ধর্ষণ আইন বদলের পক্ষে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার একটি অরাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযানে বিশৃঙ্খলা রুখতে তৎপর প্রশাসন। এরইমধ্যে মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বিগত ১৫ দিনে আরজি কর সহ দেশজুড়ে একাধিক নারী নির্যাতনের ঘটনা, উল্লেখ করে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ধর্ষণের আইনকে কঠোরতর করে তোলার দাবি করেছেন তৃণমূলের সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় একাধিক নিউজ মিডিয়ার প্রতিবেদনের অংশ কোলাজ করে তুলে ধরে অভিষেক লিখেছেন, ‘এই কোলাজটি গত ১৫ দিনে ভারতের চিত্র, যেখানে দেশ ধর্ষণের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য লড়াই করছে, উত্তরটি স্পষ্ট: ধর্ষণ সংক্রান্ত আইন আরও কঠোর করতে হবে যা অভিযুক্তের বিরুদ্ধে ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়াকে সমাপ্ত করবে। তার পরে অবিলম্বে কঠোর শাস্তিও প্রদান করবে।’
একইসঙ্গে অভিষেক আৱও উল্লেখ করেছেন, চমকপ্রদ সত্য হল যে ভারতে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার ২৬ শতাংশ। এখানে ১০০ জনের নামে অভিযোগ দায়ের হলে ২৬ জন শাস্তি পায় বাকি ৭৪ জন অব্যাহতি পেয়ে যায়। আমরা যদি এই ভয়ঙ্কর অপরাধের শিকারদের ন্যায়বিচার দিতে চাই, তাহলে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে একটি সময়সীমাবদ্ধ ধর্ষণ বিরোধী আইন দাবি করা অপরিহার্য।’

দেশজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে খুন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা, কয়েকদিন আগেই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ‘গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল’ ঘটনা বন্ধ করতে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা। ঘটনা ঘটার ১৫ দিনের মধ্যে বিচার শেষ করার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী আরও ‌লিখেছিলেন, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও রাখা হোক আইনে।কয়েকদিন আগেই তৃণমূলের আরও এক সাংসদ দেবও একই দাবি তুলেছিলেন, তবে আরজি কাণ্ডের পর অভিষেকের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *