বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডে উত্তাল সারা বাংলা, প্রতিবাদের উত্তাল মহিলা সমাজ। আর ঠিক সেই সময় মৃত ওই ডাক্তার সম্পর্কে কটু মন্তব্য করার খেসারত দিতে হলো এক পুরুষ যাত্রীকে। ঘটনাটা ঘটেছে একটি চলন্ত বাসে।
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে খাস কলকাতার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, আর জি কর-এর নির্যাতিতাকে নিয়ে কুমন্তব্য করার জন্য মহিলা বাসযাত্রীরা রে-রে করে তেড়ে গেলেন এক পুরুষ যাত্রীর দিকে। একেবারে সবক শিখিয়ে ছাড়লেন। আরজি কর-কাণ্ডকে সমর্থন করে নাকি কুমন্তব্য করছিল এক বাসযাত্রী। এক – আধবার নয় টানা সে নির্যাতিতা চিকিৎসককে নিয়ে খারাপ কথা বলতেই থাকে।
ওই যুবকের এই আচরণে গর্জে ওঠেন বাসযাত্রীরা। বিশেষত মহিলা যাত্রীরা একেবারে চিৎকার করে ওঠেন। প্রতিবাদের কন্ঠ শুনে কিছুটা ভীত হয়ে পড়েন তিনি। কিন্তু মহিলা যাত্রীরা ছেড়ে দেওয়ার পাত্র নয়। হইহই করে ওঠেন তাঁরা। আর এত অভিযোগ যার বিরুদ্ধে , সে কেমন নির্বিকার হয়ে বসেই থাকে সিটে। এক সময় তো পাল্টা তর্কও জুড়ে দেয় সে। যাক থেকে বোঝা যায় ভেবেচিন্তেই মন্তব্য করেছে সে।
সেই ঘটনার একটি ভিডিও করতে শুরু করেন আরেক যাত্রী। সেই ভিডিওটিএ প্রকাশ্যে এনেছেন তিনি। অভিযুক্ত ব্যাগ দিয়ে মুখ লুকোনোর চেষ্টা করতে গেলে ব্যাগটি সরিয়ে দেন মহিলারাই । একজন মহিলা যাত্রীকে দেখা যায় তার জামার কলার ধরে টানাটানি করছে। চিৎকার চেঁচামিচি তে ড্রাইভার বাস দাঁড় করিয়ে দেন। চলে আসেন ট্রাফিক পুলিশ। কোনোভাবে তাকে বাস থেকে নামিয়ে ওই ক্ষুব্ধ মহিলাদের হাত থেকে বাঁচিয়ে দেন। সূত্রের খবর বাসটি 78/1.বাসটি ধর্মতলা থেকে খড়দা রহড়াতে যাচ্ছিলো।