বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শুরু হতে চলেছে নতুন বাংলাদেশের নতুন বিরোধী শক্তি। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামি লিগের নেতা কর্মীদের উপরে চলেছে আক্রমন। তাদের রক্ষা করার বার্তা দিলো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
জয় বলেন, রাজনীতিতে আসার তার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন। দল আওয়ামি লিগ ও বাংলাদেশের জনগণকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশে হামলার শিকার হচ্ছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। যা নিয়ে সরব হয়েছেন হাসিনাপুত্র। সংবাদমাধ্যমকে জয় জানান, “এই মুহূর্তে আমাদের দল এবং কর্মীরা সংকটে রয়েছেন। তাঁদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে নামা প্রয়োজন পড়ে আমি পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার তেমন কোনও ইচ্ছে ছিল না। আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাকে ভাবাচ্ছে। দেখে মনে হচ্ছে, দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে।” সেই শূন্যস্থান পূর্ণ করতেই জয় আসছেন রাজনীতিতে।
জয় জানান, এই মুহূর্তে তার লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। তিনি মনে করেন আধুনিক বিশ্বের স্তম্ভ হলো গণতন্ত্র। দেশের সেই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। দিন দুয়েক আগেই ভিডিও বার্তায় জয় জানিয়েছিলেন, “আওয়ামি লিগ গণতান্ত্রিক বাংলাদেশ চায়। জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দিয়ে কোন দল যদি আলোচনার জন্য এগিয়ে আসে তা হলে আমরা সকলের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। অনেককে হত্যা করা হয়েছে। আওয়ামি লিগ বাংলাদেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক বড় দল। আওয়ামি লিগ মরে যায়নি। আওয়ামি লিগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তাই এই দলকে কোনওদিন শেষ করা সম্ভব নয়।” তিনি আসছেন দেশে। তবে কবে আসবেন তা এখনও জানা যায় নি।