বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার প্রায় ৪৮ পরে পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও পাকিস্তানের সমস্ত নাগরিক এই সংকটের সময় বাংলাদেশের পাশে আছে। মঙ্গলবার ইসলামাবাদের বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে ঢাকার পাশে দাঁড়াল।
বিবৃতিতে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। বাংলাদেশ দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেই আশাবাদী পাক সরকার। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই পাক সরকারের এহেন বিবৃতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কূটনৈতিক মহলের একাংশের ধারণা বাংলাদেশে হাসিনা বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিরোধী বিদ্রোহের পিছনে পাকিস্তানের একটা ভূমিকা আছে।
পাক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাক সরকার ও দেশের সমস্ত নাগরিক একাত্মভাবে বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশ দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেই আশাবাদী। আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের প্রাণবন্ত চেতনা এবং ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’ এখন দেখার বাংলাদেশের শান্তি স্থাপনের জন্য পাকিস্তান আর কোন ভূমিকা গ্রহণ করে।