বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এমনিতেই একটা প্রবাদ আছে, সরকারি কর্মীদের ১৮ মাসে বছর। সেই সরকারি কর্মীদের কর্ম সংস্কৃতি ফিরিয়ে আনার বহু চেষ্টা করেও বার বার ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। এবার কলকাতায় পুরসভা। লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যর পরে, মুখ্যমন্ত্রী উঠেপড়ে লেগেছেন অবৈধ হকার উচ্ছেদের জন্য।
আর সেই কাজ করতে গিয়েই ফাঁকি বাজির অভিযোগ উঠলো কলকাতায় পুরসভার অন্তত ৫০ জন কর্মীর বিরুদ্ধে। কলকাতার হকার নিয়ে একটা স্থায়ী ব্যবস্থার উদ্যোগ নেয় মেয়র। সেই কারণেই তিনি একটি সমীক্ষা করার নির্দেশ দেন।
সেই কাজ করতে গিয়েই উঠলো গাফিলতির অভিযোগ। কেএমসি’র ১৬টি বোরো কমিটির হয়ে মোট ১১২টি দল সমীক্ষার কাজ করবে। প্রত্যেকটি দলে ৬জন করে কর্মী থাকবেন। সব মিলিয়ে ৬৭২ জন কর্মীকে দিয়ে এই কাজ করানো হবে। এরপর কলকাতা পুরসভা কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, হকার সমীক্ষার কাজে নেমেছেন ৫৬০ জন কর্মী। পরে খোঁজ নিয়ে পুরসভার অফিসাররা জানতে পারেন, সমীক্ষার দায়িত্বে থাকা ৫০ জন কাজে যোগ না দিয়ে অন্যত্র সময় কাটিয়েছেন। তাঁরা কেউ সমীক্ষার কাজ করার জন্য প্রশিক্ষণ নিতে পর্যন্ত আসেননি বলে সূত্রের খবর। এই খবর সামনে আসার পরেই ফিরহাদ হাকিম প্রবল ক্ষুন্ন হন। এই শোকজের চিঠি ধরানোর পাশাপাশি তাঁদের আর কাজে নেওয়া হয়নি। পরিবর্তে নতুন করে ৩০ জন কলকাতা পুরসভার কর্মীকে প্রশিক্ষণ দিয়ে হকার সমীক্ষার কাজে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।