বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনীত মানে তো ‘নীতির রাজা’, তাই কখন কোন নীতি গ্রহণ করতে হবে তা শুধু সেই রাজনৈতিকই জানেন। আগেরদিন জমি দখল নিয়ে প্রকাশ্যে তিরস্কার করেছেন মন্ত্রী সুজিত বসুকে।
এমন কি ঘুরিয়ে সুজিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও এনেছেন। এবং তা সর্বসমক্ষে। এবার মুখ্যমন্ত্রীর নতুন ব্যলেন্সএর রাজনীতি। তিনি সুজিত বসুর প্রশংসা করে ‘ভালো-মন্দ’ মিশিয়ে খুশি করে দিলেন সুজিতকে।
বৃহস্পতিবারও নবান্নে ছিল প্রশাসনিক বৈঠক। সেখানে কেষ্টপুরের খাল সংস্কারের প্রসঙ্গ আসে। আর তখন সুজিত বসুর দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই খালের কাজ তোমরা ভালই করেছো সুজিত। কী যেন নাম? কেষ্টপুর খাল। ওটা ভাল কাজ হয়েছে। কিন্তু তার চারপাশের ওই কালার কম্বিনেশনটা ঠিক লাগেনি। আমাদের রাজ্যের তো একটা নির্দিষ্ট রং আছে—আকাশি। সেটাই তো করতে পারতে । এত রং কেন হবে? আমি একদম পছন্দ করি না। দেখুন না, নতুন মেট্রো স্টেশনগুলিতে সব গেরুয়া রং করেছে।’ অবধারিত সুজিত বসু এবার রং পরিবর্তনর কথা ভাবছেন। খুশি সুজিত বসু, খুশি মুখ্যমন্ত্রী।