বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী ‘রামমন্দির’ উদ্বোধন করছিলেন। তাই মুখ্যমন্ত্রী কি খুব একটা পিছিয়ে থাকবেন? ধর্ম যেখানে রাজনীতির অঙ্গ সেখানে মন্দির মন্দির খেলা তো চলবেই।

এখন প্রশ্ন মমতার বড়ো সাধের দিঘার ‘জগন্নাথ মন্দির’ কি রথে উদ্বোধন হবে? সরকারিভাবে এখন পর্যন্ত কিছু না জানানো হলেও প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও কলকাতা থেকে গিয়ে মুখ্যসচিব সবটা তদারকি করে এসেছেন।

বেসরকারি খবরে প্রকাশ, দিঘায় ‘জগন্নাথ ধাম ও সংস্কৃতি সেবা কেন্দ্রের’ উদ্বোধন হতে চলেছে। মন্দির চত্তরে লোহার খাঁচায় তৈরী হয়েছে এক পেল্লায় রথ। তাহলে? শোনা যাচ্ছে, আগামী ৭ জুলাই রথযাত্রা। জল্পনা শুরু হয়েছে, রথ যাত্রার আগেই দিঘার জগন্নাথ ধামের উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাতে। ২০১৮ সালে নিউ দিঘার রেল স্টেশনের ধারে ভোগীবহ্মপুর মৌজায় ২৫ একর জমিতে জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। এর জন্য প্রথমিকভাবে ১৮০ কোটি টাকা খরচ ধরা হলেও এখন তা ২০০ কোটি ছাড়িয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতা বিশিষ্ট দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। রাজস্থান থেকে মূর্তিও এসেছে অনেকদিন। এখন দেখার সামনেই কোনো ঘোষণা হয় কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *