বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইতিমধ্যে ২ দিনের সফরে দিল্লি থেকে ঘুরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং খবরে প্রকাশ একাধিক বিষয় নিয়ে দুই রাষ্ট্র প্রধানের আলোচনা হয়েছে। আর তার মধ্যে অন্যতম ছিল তিস্তার জল বন্টন।
কিন্তু রাজ্যকে না জানিয়ে তিস্তার জল বন্টন নিয়ে কোনো আলোচনা হতে পারে না বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার প্রধান মন্ত্রীকে একটি চিঠিতে লেখেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার জল ভাগাভাগি করা সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়র জন্য তিস্তার জল প্রয়োজন।
তিনি চিঠিতে লেখেন, গত কয়েক বছর ধরে তিস্তায় জলের প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে— যদি বাংলাদেশের সঙ্গে জল ভাগাভাগি করা হয়, তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের জলের অভাবের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।মমতা আরো বলেছেন, এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতেও তিস্তার জলের প্রয়োজন। তাই তিস্তা জল বন্টন নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার আগে অবশ্যই রাজ্যকে জানাতে হবে।