বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ভারত-আফগানিস্তান সিরিজ শুরুর আগেই কেকেআর শিবিরে স্বস্তি। আইপিএল খেলা নিয়ে মুজিব উর রহমানের অনিশ্চয়তার অবসান হল। আফগান ক্রিকেট বোর্ডে মুজিব সহ যে আরও দুই ক্রিকেটারের বিদেশের ফ্রাঞ্জাইজি লিগ খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। ফলে মুজিবদের আইপিএল সহ বিদেশি লিগ খেলা নিয়ে কোনও সমস্যা থাকল না।
মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নবীন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন তাঁদের নাম বার্ষিক চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটারদের তালিকায় না রাখতে। জানুয়ারির প্রথম দিন থেকে বার্ষিক চুক্তি চালু হওয়ার কথা ছিল। একইসঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন।
বিষয়টিকে সহজভাবে মেনে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কঠোর অবস্থান নেয়। দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার না দেওয়ার জন্য ২ বছরের জন্য এই তিন ক্রিকেটারের বিদেশে ফ্রাঞ্চাইজি লিগ খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে। এতেই সমস্যায় পড়ে কলকাতা নাইট রাইডার্স। কারণ তারা অনেক অঙ্ক কষেই মুজিবকে দলে নিয়েছিল।
গত ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে ২ কোটি টাকা খরচ করে আফগানিস্তানের মুজিব উর রহমানকে এবার দলে নিয়েছিলকলকাতা নাইট রাইডার্স। কিন্তু আফগান ক্রিকেটের বোর্ডের একটি সিদ্ধান্তের ফলে এই মুজিব সহ আরও দুই ক্রিকেটারের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
আফগানিস্তান ফজল হক ফারুকি, মুজিব উর রহমান এবং নবীন উল হককে দুই বছরের জন্য এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তবে এখন তিন খেলোয়াড়েরই প্রত্যাবর্তন করতে পারবেন। ফারুকি, মুজিব এবং নবীন বোর্ডের কাছে গিয়ে আবার দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ফলে আফগান ক্রিকেট বোর্ড তাঁদের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি শিথিল করেছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ বলেছেন, ‘আমরা সত্যিই আশা করি যে খেলোয়াড়রা ভবিষ্যতে একই ধরনের অসুবিধা এড়াতে পারে, কারণ আমরা আশা করি যে তাঁরা দেশের প্রতিনিধিত্ব করাকেই সবার আগে অগ্রাধিকার দেবে। এসিবি এবং নিয়ম আমাদের সবার উপরে এবং এটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
ভারত সফরে আফগানিস্তান দলে সুযোগ পেয়েছেন মুজিব উর রহমান। কিছুদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড মুজিব উর রহমান সহ তিনজনকে বিদেশের টি-২০ লিগ খেলতে নিষেধ করে। তাদের এনওসি প্রত্যাহার করে নেয়। তাঁরা জাতীয় দলের হয়ে না খেলে বিদেশের লিগে বেশি সময় দিচ্ছেন বলে তাঁদের উপর ২ বছরের জন্য নিষেধাজ্ঞা চাপানো হয়।
এরফলে মুজিব উর রহমানকে বিগ ব্যাশ লিগ থেকে সরিয়ে দেওয়া হয়, আইপিএলে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়।