বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুর এলাকায় বেআইনি দখলদারি নিয়ে কার্যত পুরসভা গুলিতে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ বিধাননগরের একাধিক জায়গায় বেআইনি জখলদারি নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই মঙ্গলবার সকাল থেকে তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ। হািতবাগান, গড়িয়াহাট থেকে শুরু করে বিধাননগর এলাকায় বেআইনি দখলদারি উচ্ছেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ। একাধিক জায়গায় পুলিশ টহল দিতে শুরু করেছে। দোকানিদের কাছ থেকে কাগজ দেখতে চাওয়া হচ্ছে।