বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সারা বাংলা জুড়ে বিভিন্ন দলের যে পার্টি অফিসগুলো আছে, তার অধিকাংশই রাস্তার জমি দখলে করে। এ তো গেলো একদিকের ব্যাপার।
অন্যদিকে ইদানিং শাসক দলের বেশ কিছু পার্টি অফিসে রাতের দিকে মদের আসর বসে বলে অভিযোগ। আর তার পরিনামেই জলপাইগুড়িতে মারা গেলো এক যুবক। ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি ওই জলপাইগুড়ির এক পার্টি অফিস থেকে কেউ বা কারা স্থানীয় এক যুবককে মদ আনতে বলে। সে বাইক নিয়ে মদ আনতে যায়। এরপর পথ দুর্ঘটনায় মারা যায় ওই যুবক। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বেশ কিছু এলাকাবাসী একত্রিত হয়ে সোমবার রাতে তৃণমূল কার্যালয়ে যায়। পার্টি অফিস তালা মারা থাকায় ইট দিয়ে তালা ভেঙে দেয়। এরপর ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় পার্টি অফিসে। চারিদিকে তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাউন্সিলর স্বরুপ মণ্ডল ঘটনা স্বীকার করে নিয়ে বলেন, “সোমবার রাতে কিছু দুষ্কৃতী আমাদের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে। এরা কারা তাঁদের আমরা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” স্থানীয় বাসিন্দা বলেন, “পার্টি অফিসে দারু খায়। মদ আনতে গিয়েছিল। দুর্ঘটনায় মারা গিয়েছে। এরপরই পাড়ার লোক রাতে বেরিয়ে ভেঙে ফেলে।” ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।