বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুম্বাইয়ে ‘খামোশ’ সংলাপ খ্যাত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বড়ো আদরের কন্যা সোনাক্ষী। আগামী ২৩ জুন সোনাক্ষী বিয়ে করতে চলেছেন ভিন ধৰ্মীয় এক পুরুষকে।
আর এখানেই প্রবল ক্ষুব্ধ পিতা শত্রুঘ্ন। এর আগে অবশ্য সোনাক্ষীর বিয়ের পরিকল্পনা নিয়ে শত্রুঘ্ন জানিয়েছিলেন, মেয়ের পছন্দই তাদের পছন্দ। তার কিছু দিন আগেই তিনি বলেছিলেন, ‘সোনাক্ষী আমার চোখের মণি। আমার একমাত্র মেয়ে। আমি একজন গর্বিত বাবা।’ কিন্তু তার পরেই সবটা সামনে আসে।
তবে সোনাক্ষীর মা আগেই বলেছিলেন, শত্রুঘ্ন কিছুটা গোঁড়া প্রকৃতির মানুষ। মেয়ের অন্য ধর্মের পুরুষকে বিয়ে করাটা মেনে নিতে পারছেন না শত্রুঘ্ন। যদিও এই জল্পনা উড়িয়ে সোনাক্ষীর মামা বলেন, ‘সোনাক্ষী শত্রুঘ্নের প্রাণের থেকেও প্রিয়। মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না। আর ৪০ বছর আগে সে নিজেই তার পছন্দের পাত্রীকে বিয়ে করেন, মেয়ের ক্ষেত্রে খামোকা অন্য নিয়ম হবে কেন?’ দিন কয়েক আগেও কিছুটা অভিমানের সুরেই শত্রুঘ্নকে বলতে শোনা গিয়েছিল -‘এখনকার ছেলে-মেয়েরা মা-বাবার ইচ্ছা বা অনিচ্ছার তোয়াক্কা করে না। ওরা বাবা মায়ের অনুমতি নেয় না। শুধু সিদ্ধান্ত জানিয়ে দেয়। তবে ওদের প্রতি আমার আশীর্বাদ থাকবে। ‘ কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী শত্রুঘ্ন যাচ্ছেন না সোনাক্ষীর বিয়েতে।