বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পাকিস্তানের চাপ বাড়িয়ে আরও শক্তিশালী ভারত! পরমাণু শক্তিতে আরও বলিয়ান দেশ। Stockholm International Peace Research Institute (SIPRI) সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে। আর সেই রিপোর্টেই স্পষ্ট যে পাকিস্তানের থেকে অনেক বেশি পরমাণু অস্ত্র (Nuclear Warheads) রয়েছে ভারতের হাতে।

আর এই রিপোর্ট সামনে আসতেই ঘুম উড়েছে পাকিস্তানের। তবে শুধু ভারতই নয়, পরমাণু শক্তিতে চিন কোন জায়গায় তাও সামনে এনেছে SIPRI এর রিপোর্ট। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশের হাতে এই মুহূর্তে কত পরমানু অস্ত্র আছে তাও সমীক্ষার রিপোর্টে উল্লেখ আছে।

Stockholm International Peace Research Institute-এর রিপোর্ট রীতিমত চাপ বাড়িয়েছে ভারতের শত্রুদের। রিপোর্ট বলছে, ভারতের হাতে ১৭২ টি পরমাণু অস্ত্র (Nuclear Warheads) রয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত ভারতের অস্ত্র ভান্ডারে খামতি ছিল পরমাণু অস্ত্রের। এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু খেলা ঘুরে গিয়েছে। বর্তমানে ১৭২ টি অস্ত্র রয়েছে ভারতের কাছে। সেখানে পাকিস্তানের কাছে আছে মাত্র ১৭০ টি। গত এক বছরে নতুন পরমাণু বোমা বানায়নি পাকিস্তান। কিন্তু মোদীর নতুন ভারত গত এক বছরে ৮ টি পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে দাবি সমীক্ষায়।

শুধু ভারতই নয়, চিনও ধীরে ধীরে সামরিক ক্ষমতা বাড়াচ্ছে। Stockholm International Peace Research Institute এর রিপোর্ট সেই তথ্যও সামনে এনেছে। রিপোর্ট বলছে, চিন লাগাতার পারমাণবিক ক্ষমতা (Nuclear Warheads) বাড়িয়ে যাচ্ছে এবং আধুনিকীকরণ করে চলেছে। এবং ২০৩০ সালের মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে (ICBMs) আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে সমানে চিন টক্কর দেবে বলে সমীক্ষায় উঠে এসেছে।

তবে উদ্বেগের কথাও জানিয়েছে সমীক্ষা। তথ্য বলছে, বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের সংখ্যা কমছে ঠিকই কিন্তু অপারেশনাল পারমাণবিক অস্ত্রের (Nuclear Warheads) সংখ্যা বাড়ছে। আর সেটাই চিন্তার কারণ বলে দাবি করা হচ্ছে ওই সমীক্ষায়। আর সেটাই বিশ্বকে বিপদের দিকে এগিয়ে দেবে বলে আশঙ্কা সামরিক বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *