বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা ভোটে হারের পর থেকেই মুখ খুলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন দিলীপ ঘোষ। এমনকি নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলেছেন পরোক্ষভাবে। এবার প্রাক্তন রাজ্য সভাপতিকে পাল্টা দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
জো জিতা ওহি সিকান্দার,,নাম না করে দিলীপ ঘোষের সমালোচনায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা। একের পর এক বাউন্সার দিলেন প্রাক্তন রাজ্য সভাপতিকে। যা বিজেপির আভ্যন্তরীন বিবাদ ফের এক বার প্রকাশ্যে এল।
দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার মুখ খুললেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তাঁর কথায়, হেরে গিয়ে কাটি করেছে এইসব বলে লাভ নেই। পারফরম্যান্সই শেষ কথা। উনি তো ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দাড়ান নি,সাংসদ থাকাকালীন, বলেছিলেন সংগঠনের কাজ দেখবো,এবারও কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে পারতেন কঠিন লড়াই, দাঁড়াবো না।
একইসঙ্গে দিন্দা বলেন, পারফরম্যান্স যে করবে তাঁকে নিয়েই কথা হবে। কোহলি পর পর তিন ম্যাচে ০ করলে তাঁকে নিয়ে কথা হবে না। কিন্তু রোহিত পর পর তিন ম্যাচে শতরান করলে তাঁকে নিয়ে কথা হবে। পারফরম্যান্স যে করে তা নিয়েই আলোচনা হবে। একজন মালদা থেকে হুগলিতে সারা রাজ্যে সংগঠন করছেন সেই তো হিরো হবে।
বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত দিন্দা। ফলে তাঁর দিলীপ ঘোষকে নিশানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিলীপ ঘোষের প্রতিটি ইস্যুতেই মুখ খুলেছেন দিন্দা এবং বল মাঠের বাইরে পাঠিয়েছেন।
অশোক দিন্দা বলেন,’কেউ হারানোর জন্য কাঠিবাজি করেছে কিনা, তার প্রমাণ দিন। আমি খেলোয়াড়। আমি যদি বলি ইডেন ছাড়া খেলব না, আমি ইডেনেই পারফরম্যান্স করব, যাদবপুরের মাঠে খেলব না, তা হয় না। যে খেলোয়াড় হবে সব জায়গাতেই পারফরম্যান্স করবে। কে কোন আসনে লড়বে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে। আমি ময়না থেকে জিতেছি, আমাকে আগামী দিনে কঠিন আসনে লড়াই করতে বললে সেখান থেকেও জিতে আসব।’
দিলীপকে নিশানা করে দিন্দা বলেন, ‘আপনি তো দলের প্রাক্তন রাজ্য সভাপতি। ফলে দলের সংগঠন সম্পর্কে আপনি সবকিছুই আপনার জানার কথা। আপনি তো জানতেন বর্ধমান দুর্গাপুরে দলের সংগঠনের হাল কী। আপনি তো বলতে পারতেন আমি লড়ব না।’
দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি করা হবে কিনা তা নিয়ে দিন্দা বলেন, ‘সেটা সংগঠন ঠিক করবে। ওনি রাজ্য সভাপতি ছিলেন, দলের বিধায়কের সংখ্যা ৩ থেকে ৭৭-এ নিয়ে গিয়েছেন। পরের রাজ্য সভাপতি হবেন সেটা সংগঠন ঠিক করবে। তবে পশ্চিমবঙ্গের মতো এতবড় রাজ্যে এই গুরু দায়িত্ব সঠিক মানুষকেই দেওয়া উচিত। যার নেতৃত্বে আগামী দিনে লড়াই হবে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা ১০০% দিয়ে পালন করব।