বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তাপপ্রবাহের কবলে উত্তর ভারত। বিশেষ করে সমতল এলাকায়। সকাল গড়িয়ে দুপুরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সমস্যায় বড়ছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই উত্তর ভারতের সমতলভূমির।
পনেরো দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করলেও, তা এখনও উত্তর ভারত জুড়ে ছড়িয়ে পড়েনি। যে কারণে শুষ্ক-গরম পশ্চিমা বায়ু পরিষ্কার আকাশে দেশের পূর্বাংশের দিকে যাচ্ছে। ফলে সমতলভূমির বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিংবা তাপমাত্রা কমছে না।
শুক্রবার তাপপ্রবাহ চলে পূর্ব উত্তর প্রদেশ, বিহারের কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন কিছু অংশ, দক্ষিণ উত্তরাখৎণ্ড এবং উত্তর ওড়িশায়। শুক্রবার পূর্ব উত্তর প্রদেশের দক্ষিণাংশের কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ অনুভূত হয়েছে। সেক্ষেত্রে প্রয়াগরাজ ছিল সব থেকে উষ্ণ, ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশও তাপপ্রবাহের কবলে।
এই পরিস্থিতিতে হিমালল প্রদেশের অনেক শহরে তাপমাত্রা অনেকটাই বেড়েছে কিংবা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে এই গরমেও সিমলায় পর্যটকদের আগমন বেড়েছে। ১৪ জুন হিমাচল প্রদেশের উনায় তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা একটা রেকর্ড। এই তাপমাত্রা ওইদিন রাজস্থানের বিকানের, বিহারের ছাপড়া কিংবা পাটনার থেকেও বেশি।
প্রসঙ্গত শুক্রবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৮ জুন পর্যন্ত উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহ চলবে। এই এলাকায় তাপপ্রবাহ এবং গর ও আর্দ্রতাজনিত অস্বস্তি এড়াতে আবহাওয়া দফতরের তরফে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ, দক্ষিণবঙ্গ, বিহারের কিছু এলাকায়, মহারাষ্ট্রের কিছু এলাকা, ছত্তিশগড়, ওড়িশা, উপকূল অন্ধ্রপ্রদেশ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করবে। মৌসুমী বায়ুর এই অগ্রগতি তীব্র তাপ থেকে নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দাদের স্বস্তি দেবে এবং বৃষ্টির ওপরে নির্ভরশীল কৃষি কাজেও স্বস্তি দেবে।
আবহাওয়া দফতরের সতর্কতাবাণী, এদিন অর্থাৎ ১৫ জুন দক্ষিণবঙ্গের পাঁচ জেলা, বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডের সমভূমিতে তাপপ্রবাহ চলবে। এই সময়ে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, সিমিক এবং অসমের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের তিনটি জেলায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে।