বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন .নরেন্দ্র মোদী। আর বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ করা হল অজিত দোভালকে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে পিকে মিশ্রকে। এছাড়াও প্রাক্তন আইএএস অমিত খারে এবং তরুণ কাপুরকেও আগের পদে অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।


সরকারি নির্দেশ নামায় বলা হয়েছে, অজিত দোভালের নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদ বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বজায় থাকবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। কর্মী মন্ত্রকের জারি করা আদেশে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১০ জুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রাক্তন আইপিএস অজিত দোভালকে নিয়োগের অনুমোদ দিয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, অফিসের মেয়াদকারে অজিত দোভালকে মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। এছাড়া তাঁর নিয়োগের শর্ত আলাদাভাবে অবহিত করা হবে।

কর্মী মন্ত্রকের আরেকটি আদেশে বলা হয়েছে, পিকে মিশ্রের নিয়োগও ১০ জুন থেকে কার্যকর হবে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১০ জুন থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তাঁর নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদ বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বজায় থাকবে।

এছাড়াও মন্ত্রিসভার নিয়োগ কমিটি ওই ১০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর উপদেষ্টা হিসেবে দুই বছরের জন্য অমিত খারে এবং তরুণ কাপুরকে পুনর্নিয়োগ করার অনুমোদন দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এইসব আধিকারিকদের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা প্রতিফলিত করে। বিশেষ করে দোভাল এবং মিশ্র, যাঁরা বছরের পর বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অজিত দোভাল ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন পরিচালক এবং প্রধানমন্ত্রী মোদীর সব থেকে বিশ্বস্ত সহযোগীদের একজন। তিনি ২০১৪ থেকে প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন। তিনি ১৯৬৮ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস। তিনি অশোক তচক্র এবং কীর্তি চক্র পেয়েছেন।

অজিত দোভাল দেশের সব জঙ্গি বিরোধী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দেশের ক্ষমতাবান আধিকারিকদের একজন।

অন্যদিকে পিকে মিশ্র ২০১৯-এ নৃপেন্দ্র মিশ্রে স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি ১৯৭২ ব্যাচের গুজরাত ক্যাডারের আইএএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *