বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; পুনে থেকে পরিবারের সাথে কুরবানীর ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুর হাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজ
বাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন,বয়স 35বছর।
তার পরিবার সূত্রের খবর , আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল, জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল,তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন। তারপর রামপুর হাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে
নিচে পড়ে যান এবং তৎক্ষনাৎ ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন।
ঈদের আগে অপ্রত্যাশিত ভাবে এই খবর পেয়ে
কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী সম্পা খাতুন।
আবদুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা ।
বড় মেয়ে রুকসার খাতুন, পঞ্চম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ের আফিয়ানা খাতুন বয়স মাত্র 4বছর।
সেই ছোট্ট মেয়েটি হয়তো এখন বুঝতে পারবে না
বাবা হারানোর ব্যথা,কিন্তু বড় হলেই সে বাবার অভাব সদা অনুভব করবে, সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে।এই ভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে ,কেউ জানে না।
মৃত পরিযায়ী শ্রমিক আবদুল মোমিনের স্ত্রী সম্মা খাতুন জানান, আমরা খুব গরীব,আমার স্বামী বিদেশে কাজ করে কোনো রকমে সংসার চালাতো।এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো। তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা
যেন তার দুই কন্যা সন্তানের জন্য সরকার তাকে
আর্থিকভাবে সহযোগিতা করেন।
ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।