বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে। বিজেপির হাতছাড়ার পথে বীরভূমের সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা পঞ্চায়েত। কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
লোকসভা ভোট মিটতেই বীরভূম বিজেপিতে ভাঙন নিয়ে শুরু রাজনৈতিক তর্জা। সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা। এ বিষয়ে তৃণমূল নেতা জানান, কড়িধ্যা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শিঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল।