বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই কৃষি নিধি প্রকল্পের ২০,০০০ কোটি টাকা মঞ্জুর করেছেন মোদী। এদিকে হরিয়ানায় ফের বিক্ষোভ জাগিয়ে তুললেন কৃষকরা। এখনও অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সোমবার পৌঁছে গিয়েছিলেন সেখানে। সেখানে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। ডেরেক ওব্রায়েনের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন কৃষকনেতাদের সঙ্গে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আন্দোলনকারীদের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস।
দিল্লি-হরিয়ানা সীমানায় কৃষকরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন, সাকেত গোখেল, নাদিমুল হক। তাঁরা দলনেত্রী বার্তা নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন।
মোদী সরকারের কৃষিনীতির প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সেসময়ও দিল্লির সীমানায় দীর্ঘ ১ বছর ধরে অবস্থান জারি রেখেছিলেন পাঞ্জাব হরিয়ানার কৃষকরা। সেসময়ও তাঁদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস সবসময় কৃষকদের পাশে ছিল এবং কৃষকদের পাশে থাকবে। এবারও তিনি সেই আশ্বাসই দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন প্রয়োজনে আন্দোলনকারীদের পাশে থাকতে তিনি তাঁদের কাছে পৌঁছে যাবেন।
কৃষকদের দাবি আদায়ে তৃণমূল কংগ্রেস যে সবসময় পাশে রয়েছে সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই কৃষকরা মোদী সরকারের প্রতি রুষ্ট তাঁরা। মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের স্বার্থ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গোটা দেশেই কৃষকরা মোদী সরকারের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। শেষে চাপে পড়েই সেই কৃষিনীতি প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার।,