বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নারী জাগরণ’,’মাতৃ সেবা’ – ইত্যাদি শ্লোগান শোনা গিয়েছিলাম বিজেপির নির্বাচনী সভায়। কিন্তু বাস্তবে তার প্রতিফলেন কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী।
গত দু’বার কেন্দ্রে যে সরকার ছিল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোটের ওপরেই আস্থা রাখতে হয়েছে বিজেপিকে। ফলে গত দুবার মোদীর সরকার থাকলেও এবার প্রকৃত অর্থে সেই সরকার হল জোট সরকার। প্রধানমন্ত্রী ছাড়া মোদীর মন্ত্রিসভার ৭১ জন মন্ত্রী রবিবার রাষ্ট্রপতি ভবনে গতকাল শপথ নিয়েছেন। তবে এবার নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ৭ জন মহিলা মন্ত্রী, যা গতবারের থেকে কম।মন্ত্রিসভায় মাত্র ১০ শতাংশ মহিলা – যা নিয়ে সরব বিরোধীরা।
আগের মন্ত্রীসভা থেকে এবারের মন্ত্রীসভায় ৩ জন মন্ত্রী কমে গেছেন। বর্তমানে যে সমস্ত মহিলারা মন্ত্রীত্ব পেয়েছেন তাঁরা হলেন- নির্মলা সীতারামন, অন্নপূর্ণা দেবী, সাবিত্রী ঠাকুর, নিমুবেন বামভানিয়া, রক্ষা খাডসে, শোভা কারান্ডলাজে এবং অনুপ্রিয়া পাটেল। এর আগের মন্ত্রিসভায় নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। তিনি টানা তিনবার ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেলেন।
অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ড থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন।
সাবিত্রী ঠাকুর মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। তিনিও বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। নিমুবেনও বিজেপির টিকিটে গুজরাট থেকে জয়ী হয়েছেন। রক্ষা হলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ। শোভা কর্ণাটকের বেঙ্গালুরু উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।