বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:৭ তারিখ রিলিজ হয়েছে দুটি বিখ্যাত ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য আর জিৎ রুক্মিণীর বুমেরাং। স্বাভাবিক কারণেই বক্স অফিসে কে কতটা ব্যবসা কে দিতে পারছে তা নিয়ে প্রতিযোগিতা আছে।
কিন্তু সৌজন্যের কোনো ঘাটতি নেই। শনিবার নিজের গোটা টিম নিয়ে ব্যুমেরাং দেখেছেন দেব। আর তারপর রুক্মিণীকে সঙ্গে নিয়েই সোজা পৌঁছে গেলেন শহরের এক বিখ্যাত মলে থাকা টিম অযোগ্যর কাছে। খোলা-মেলা হাসি তামাশায় জমে গেলো পুরো দল।
দেখা যাচ্ছে, পাশাপাশি বসে গল্পে মশগুল প্রসেনজিৎ, ঋতুপর্ণা, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তরা। আর ঠিক সেই সময় সেখানে পৌঁছন দেব। আর তারপর একটু দূরে দাঁড়িয়ে থাকা রুক্মিণীকে নিজেই ডেকে নেন ঋতুপর্ণা। এরপর ৪জন একসঙ্গে একটি ছবিও তোলেন। তাঁদের এই সৌজন্য সাক্ষাৎ মন কেড়েছে নেট-নাগরিকদের। ভিডিয়ো ভাইরাল হতেই এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘দেব আর রুক্মিণী সেরা! কোনও কথা হবে না’। দ্বিতীয়জন লিখলেন, ‘আবার নব্বইয়ের দশকের ম্যাজিক দেখতে চাই’। তৃতীয়জন লিখলেন, ‘দেবদা একারণেই আলাদা। এভাবেই থেকো।’ এমন মধুর ছবি তো দেখতে চায় নাগরিক মহল।