বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:যদিও এটা প্রাথমিক ইঙ্গিত। কিন্তু ‘মর্নিং শোস দ্য ডে’ যদি ঠিক হয়, তাহলে বলতেই হবে যে বাংলায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে তৃণমূল। আর বিজেপির যে জোয়ার ২০১৯ সালে এসেছিলো সেই ঢেউ এখন একদম উল্টো দিকে। প্রমাণিত হচ্ছে যে এক্সিট পোল ঠিক ছিল না। মমতা আগেই অভিযোগ করেছিলেন যে, নিউজ চ্যানেলগুলো অর্থের বিনিময়ে এক্সিট পোল রিপোর্ট করেছে।
সর্বস্তরে দেখা যাচ্ছে, NDA বিরোধীরা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, সর্বভারতীয় ক্ষেত্রে NDA ২৬৫টা সিটে এগিয়ে আর INDIA জোট ২৫৪টা জোটে এগিয়ে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর রাজ্যের ক্ষেত্রে তৃণমূল ৩০, বিজেপি ১১ ও কংগ্রেস ১টি সিটে এগিয়ে আছে। এই প্রবণতা থাকলে বোঝাই যাচ্ছে বাঙালি মুখ ফিরিয়েছে বিজেপি থেকে।