বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুধু গার্ডেনরিচই নয়, সারা বাংলা জুড়ে এখন অবৈধ নির্মাণের রমরমা ব্যবসা। মধ্যেখান থেকে এক শ্রেণির রাজনৈতিক নেতা কোটি কোটি টাকা হাতিয়ে চলেছে। এবারের অভিযোগ হাওড়া ময়দান সংলগ্ন অঞ্চলে।
নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দিয়েছিল হাওড়া পুরসভা। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই পুরসভার ভেঙে দেওয়া বেআইনি অংশ ফের মেরামত করে দিবারাত্র চলছে অবৈধ নির্মাণের কাজ। হাওড়া ময়দানের কাছে ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ নির্মাণের প্রতিবাদে তাঁরা পুরসভার বিল্ডিং দফতরে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন। পুলিশের কাছে বার বার অভিযোগ জানিয়েছেন। কিন্তু তার পরেও ওই নির্মাণ বন্ধ করা যায়নি। উল্টে নিত্যদিন প্রোমোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
ঘটনার সূত্রপাত অনেক দিন আগেই। হাওড়া ময়দানের কাছেই সদর বক্সি লেনে চার ফুট গলিতে তৈরি হওয়া একটি অবৈধ ছ’তলা বহুতল নিয়ে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত দু’বছর ধরে নির্মাণকাজ চলার সময় থেকেই পুরসভার কাছে বাড়িটি নিয়ে অভিযোগ জানানো হচ্ছিল। গত বছরের ১৭ জুলাই পুরসভা ওই অবৈধ বাড়িটির একটি অংশ ভেঙে দেয়। পাশাপাশি, কাজ বন্ধ রাখার নোটিশও দিয়ে যায়। কিন্তু ভোটের নির্ঘান্ট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রোমোটার আবার শুরু করে দেয় সেই কাজ। সদর বক্সি লেনের বাসিন্দা কৃষ্ণা দত্ত, কেয়া দত্ত, অঞ্জন দে সরকারেরা জানান, পুরসভা ঘোষণা করেছিল, অবৈধ অংশ ভেঙে দেওয়ার পরে তা ফের মেরামত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জমির মালিক ও প্রোমোটারের বিরুদ্ধে। কিন্তু সদর বক্সি লেনের ওই অবৈধ অংশ ফের মেরামত করার কথা পুরসভা ও স্থানীয় হাওড়া থানাকে জানিয়ে কোনও লাভ হয়নি। অভিযোগ, বন্ধ হয়নি নির্মাণকাজও। তাই শেষে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।