বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

শুক্রবার সকালে ইডি অভিযান ঘিরে যে তুলকালাম কাণ্ড হয় সন্দেশখালিতে, তারপর থেকে পাত্তা নেই শেখ শাহজাহানের। ইডি দাবি করেছে, তৃণমূল নেতা শাহজাহান শুক্রবার অভিযানের সময় তাঁর বাড়িতে ছিলেন।

কিন্তু (Sandeshkhali) তারপর কোথায় গেলেন? ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর সেই নেতার কন্ঠস্বর শোনা গেল। শনিবার দিনভর জল্পনা শেষে প্রকাশ্যে এসেছে সেই অডিয়োবার্তা। সেখানে শোনা যাচ্ছে, তৃণমূলের কর্মীদের অভয় দিচ্ছেন তিনি। কন্ঠস্বর আদৌ তাঁর কি না, তা যাচাই করিনি আমরা।

ওপার থেকে বলে শোনা যাচ্ছে, আমি শেখ শাহজাহান বলছি। তিনি দাবি করছেন কোনও অপরাধ তিনি করেননি। ইডি ও সিবিআই আসলে তদন্তের নামে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন তিনি। স্পষ্ট গলায় তিনি বলেছেন, ‘আপনারা ভয় পাবেন না। মরতে তো একদিন হবেই। আগে অথবা পরে।’ কখন, কোথা থেকে ওই কন্ঠস্বর রেকর্ড করা হয়েছে, তা স্পষ্ট নয়।

অডিয়ো বার্তায় বলা হয়েছে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বুঝতে পারছেন যে এটা একটা চক্রান্ত। ওরা ভাবছে এভাবে আমাকে চাপে ফেলল তৃণমূল মাথা নত করবে। কিন্তু এরকম হাজার হাজার শেখ শাহজাহান আছে। দমানোর চেষ্টা করেও তাঁকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
দলের অঞ্চলের সভাপতি, যুব সভাপতি সহ সব পদাধিকারীকে বার্তা দেওয়া হয়েছে ওই ব্যক্তির তরফে। সিবিআই, ইডিকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি। কার্যত চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমি কোনও অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত নই। যদি কেউ কোনও অপরাধ প্রমাণ করতে পারে তাহলে আমি আমার নিজের মাথাটা নিজে কেটে দেব। কাউকে মুখ দেব না আমি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামও শোনা গিয়েছে ওই অডিয়োবার্তায়। তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, আপনার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য অনেক করেছেন মানবিক মুখ্যমন্ত্রী। অন্যায়ের সঙ্গে তিনি কোনও আপোস করবেন না বলেও বার্তা দিয়েছেন। সব শেষে তিনি বলেছেন, সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। অন্তর থেকে শুভেচ্ছা জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *