বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জামনগরের পর এবার ইতালি। বিদেশে এবার জমজমাট আম্বানিদের ছেলের বিয়ের আগের পার্টি। ইতিমধ্যেই বলিউড তারকারা সেখানে পৌঁছতে শুরু করেছেন। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রণবীর সিং। তবে দীপিকা পাড়ুকোন যাননি সেখানে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা তাই বিয়ের হুড়োহুড়ির মধ্যে তাঁকে নিয়ে যাননি রণবীর।
অন্যদিকে মেয়ে রাহাকে কোলে নিয়ে ইতালি উড়ে গিয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আগামী ১২ জুলাই হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকায় মার্চেন্টের বিয়ে। তাঁরা তার আগে বেশ কয়েকটি প্রি ওয়েডিং সেলিব্রেশন রেখেছেন। মার্চ মাসে গুজরাতের জামনগরে এক প্রস্থ সেলিব্রেশন হয়ে গিয়েছে।
সেখানে বলিউডের তাবর তারকারা হাজির হয়েছিল। অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে এক মঞ্চে পারফর্ম করেছিলেন শাহরুখ,সলমন এবং আমির। সেই অনুষ্ঠানে একেবারে তারকা সমােবশ দেখা গিয়েছিল। বলিউড থেকে ক্রিকেট জগতকের সব তারকাই উপস্থিত ছিলেন। এমকী মার্ক জুকার বার্গ থেকে শুরু করে বিল গেটস সকলেই হাজির হয়েছিলেন এই প্রি ওয়েডিং সেলিব্রেশনে।
তার রেশ কাটতে না কাটতে আরও একটি সেলিব্রেশন শুরু করতে চলেছে অনন্ত-রাধিকা। এবার ইতালিতে ক্রুজ শিপে বসবে সেই সেলিব্রেশন। ইতালি থেকে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত সেই বিলাসবহুল ক্রুজ শিপ চলবে। ২৮ মে ইতালি থেকে ছাড়বে সেই প্রমোদতরী। ৩০ মে পর্যন্ত চলবে এই সেলিব্রেশন।
সেই প্রি এয়েডিং সেলিব্রেশনে থাকবেন ক্রিকেটার ধোনিও। মার্চে অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করতে হলিউড থেকে নিয়ে আসা হয়েছিল রিহানাকে। এছাড়াও পারফর্ম করেছিলেন দলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো নামী শিল্পীরা। এবার দ্বিতীয় দফার প্রি ওয়েডিং সেলিব্রেশন হতে চলেছে বিদেশের মাটিতে।