বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একবার সাংসদ বা বিধায়ক হলে ৫ বছর সময় বলে কথা! আর মাত্র ৩দিন! কিছুটা কষ্ট করলে কেষ্ট মেলার সমূহ সম্ভাবনা। রেমালের রেশ কাটার আগেই তৃণমূলের দমদমর প্রার্থী রাজপথে সৌগর রায়, সঙ্গে আছেন বরানগরের বিধানসভার প্রার্থী সায়ন্তিকা।
রেমালের জেরে রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকায়। দমদম, উত্তর কলকাতার বেশির ভাগ এলাকা জলমগ্ন। রাস্তায় নামলেন সৌগত রায়।
প্রথম দৃশ্য – বাঁশ হাতে নিতে ম্যানহোলের মুখ পরিষ্কার করছেন সৌগত। এক সঙ্গী তাঁর হাত চেপে ধরে রয়েছেন। ম্যানহোলের মুখে ভর্তি ছিল প্লাস্টিক-আবর্জনা। তাতে জল সরছিল না। সেগুলিই পরিষ্কার করতে দেখা যায় তৃণমূলের বর্ষীয়ান নেতাকে। ছবি ছড়িয়ে দেওয়ার জন্য সাংবাদিকের ক্যামেরা সহ আছে অন্তত ২০/২৫টা ক্যামেরা।
দ্বিতীয় দৃশ্য – সেই দৃশ্য আরো অভিনব। এবার রায় বাবু পেলোডারের ড্রাইভারের সিটে, পাশে আছেন সায়ন্তিকা। আর ক্যামেরা চলেছে সমানে। বরানগরে কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানার চিমনি ভেঙে পড়ে। রাস্তার ধারে ফাঁকা মাঠে পার্ক করা ছিল পরপর আটটি গাড়ি। সেই বড় চিমনি ভেঙে পড়ে গাড়ির ওপর। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলো। চিমনি সরাতে ক্রেন এসে পৌঁছয়। আর খবর পেয়ে সেখানে পৌঁছে যান সৌগত রায়ও। নিজেই পেলোডার চালিয়ে ক্রেন সরাতে শুরু করেন সৌগত রায়। পাশে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নাগরিক মহল একেই বলেন, ‘ভোট বড়ো বালাই।’