বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ল্যান্ডফল করার পর থেকেই ঝড় ও বৃষ্টির গতিবেগ বেড়ে গিয়েছিল অনেক। সকালে সামনে আসলো একাধিক বিপর্যয়ের খবর। আজ নদিয়া-মুর্শিদাবাদে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা।
কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অফিস যাত্রীদের কাছে দুসংবাদ যে ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রো ট্র্যাকে জল জমার কারণে ব্যাহত পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্লানেডের মাঝে জল জমায় ব্যাহত মেট্রো পরিষেবা। তবে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ মহানায়ক উত্তর কুমার স্টেশন পর্যন্ত।
ট্রেন বন্ধের খবর আছে। নামখানা স্টেশনের কাছে ভেঙে পড়েছে গাছ। এর জেরে সমস্য়া ট্রেন চলাচলে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। সকাল ৯টা পর্যন্ত কার্যত ট্রেন চলাচল বন্ধ। উত্তরে টানা বৃষ্টির কারণে পাহাড়ে হড়পা বণের প্রবল সম্ভাবনা। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টিতে পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কাও তৈরি হয়েছে।