বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভাবে বড় সম্মান বাঙালি অভিনেত্রীর। কলকাতার অনুসূয়া সেনগুপ্ত পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। িতনিই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন। ৭৭ তম কান ফিল্ম ফেস্টিভালে আন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনুসূয়া। দ্য শেমলেস ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
বাংলা ছবিতে কাজ দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন অনুসূয়া। অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কান ফিল্ম ফেস্টভালে পাওয়া এই সেরা অভিনেত্রীর পুরস্কারের খবরটা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুসূয়া। একেবারে কলকাতার মেয়ে অনুসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।
কলকাতা থেকে একেবারে কানে সফরটা সহজ ছিল না অনুসূয়ার। বুলগেরিয়ান পরিচালকরে সঙ্গে কাজের সুযোগ পাওয়া বড় কথা নয়। ছবিতে এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন অনুসূয়া। মাত্র চার দিন দিল্লিতে ছবিটির শ্যুটিং করেছিলেন তিিন। দিল্লির যৌনপল্লীতে এক পুলিশ অফিসারকে খুন করে পালানোর কাহিনী এই ছবিতে রয়েছে। যদিও অঞ্জন দত্তের সঙ্গে ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের রে ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। আবার মাসাবা মাসাবা ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অনুসূয়া।
পুরস্কার প্রাপ্তির খবর শুনে পা কাঁপছিল বলে জানিয়েছেন অনুসূয়া। কাঁপা কাঁপা গলায় পুরস্কার হাতে নিয়েছেন তিনি। খবরটি ফেসবুকে শেয়ার করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী কান ফিল্ম ফেস্টিভালে এই পুরস্কার পেলেন।